ইদানীং ব্যক্তিগত ভাবে অথবা দলগত ভাবে বাংলার লোকসংগীতের বিশুদ্ধুতা রক্ষায় অনেকেই বদ্ধপরিকর হয়ে নেমে পড়েছেন। এঁরা করেও খাচ্ছেন বেশ। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কাজের কাজ কিছু হচ্ছে না। মূল উদ্দেশ্য অর্থোপার্জন এবং জনপ্রিয়তা লাভ। এই প্রেক্ষিতে ড.তপন রায় এবং ড.রীতা সাহা দু’জনেই দস্তুরমত প্রাতিষ্ঠানিক ভাবে লোকসংগীত শিক্ষা করেছেন, লোকসংগীত নিয়ে উচ্চতর গবেষণা করেছেন এবং গঠন করেছেন “মাদল” লোকসংগীতের দল, বাংলার লোকসংগীতের প্রচার ও বিশুদ্ধুতা রক্ষার উদ্দেশ্যে। এঁরা লোকসংগীতের বিশুদ্ধুতা রক্ষায় দায়বদ্ধ। এঁদের দায়বদ্ধতা সম্পর্কে আমার অন্ততঃ কোনো সংশয় নেই। ‘মাদল’-এর উত্তরোত্তর উন্নতি কামনা করি।

Nowadays many have emerged to conserve the purity of Bengali folk songs. They are learning enough too. But in most of cases, nothing is coming out as result. Their main goal is to earn money and popularity. In this backdrop Dr Tapan Roy and Dr Rita saha are academically trained and researched on folk songs. They have made Madol to preserve the purity of folk song. They took responsibility to do that. I have no doubt about their role in it. Wish Madol prosperity.