মেয়েদের একার দল এই প্রথম দেখলাম , বিশেষ করে “মাদল” নামটি খুব ভালো লেগেছে । তাদের একসঙ্গে গান গাওয়া, পল্লীসংগীত পরিবেশন করা, একসঙ্গে সব কিছুর মধ্যে রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং অভিনবত্ব । তারা একই রকম পোশাক পরে মঞ্চে আসেন এবং নিত্য মহড়ার মধ্যে একে অপরের সংগে এক বিশেষ বন্ধনে জারিত হবার ফলে তাদের সংগীত পরিবেশন সমৃদ্ধ হয়েছে। নতুন নতুন গান, নতুন আঙ্গিকে, বিশেষ করে আব্বাসউদ্দিন(আমার প্রপিতামহ ), তাঁর গানগুলোই গাইতে শুনে মনটা ভরে গেছে। “তোরা কে কে যাবি লো জল আনতে……” এতো সুন্দর গাওয়া শুনে,দেখে মনে হয়—গাঁয়ের মেঠো পথে অলস দুপুরে একে অপরকে ডেকে নিয়ে একদল মেয়েরা পায়ে নুপুর পরে ছলকে ছলকে হেঁটে যাচ্ছে জল তুলতে। ওদের এই ঐক্যতান যেন আমাদের ঐক্যতান, তারা জয় করে নিক নারী-পুরুষ সবারই হৃদয় গানে গানে। এই দলটি যার মস্তিষ্কপ্রসূত তিনি একজন পুরুষ এবং লোকসংগীতসেবক । সেই বন্ধুশিল্পী তপন রায়কে আমার আন্তরিক শুভেচ্ছা এবং রীতাসহ মাদলের সকল সদ্যসাদের প্রতি আমার আন্তরিক ভালবাসা রইলো।।
I have seen a woman only group for the first time. I loved the name “Madol”/
They are distinct and unique in their presentation of chorus folk songs. They dress same on stage.