তপন রায়কে গানে চিনি বহু দিন ।আবিষ্কার করি মাদলে । হ্যাঁ, মেয়েদের শুধুমাত্র মাদল তথা বিনোদনের সঙ্গী হিসেবে না ভেবে তিনি তাদের সুপ্ত প্রতিভাকে কাজে লাগিয়ে একটি গানের দল সৃষ্টি করলেন তাও নয় নয় করে বেশ কয়েক বছর । তাঁর এই মানসিকতাকে সেলাম ।সেলাম “মাদল” কে। তাঁদের মৌলিক স্বতঃস্ফূর্ত নিবেদনে মাটির গন্ধ, দূরের হাতছানি মনকে মেদুর করে তোলে ।
Tapan roy is known for songs to me, since long but I discovered him in Madol. He has not underestimated women as Madol(an instrument) or mere companion of entertainment but he has created a group with their talents, since few years. Salute to his broad mind. Salute to Madol. Their unique spontaneous performance makes my heart go on.