পুরুষতান্ত্রিক সমাজে নারীর অবস্থান একসময় এতো নীচে ছিল যে আমরা বর্তমানে তা কল্পনাও করতে পারি না । কিন্তু সৌভাগ্যের বিষয় যে নারী প্রগতি আন্দোলন শুরু বেশ কিছুদিন আগে । বর্তমানে নারী সমাজ পুরুষদের সঙ্গে সবক্ষেত্রেই তাল মিলিয়ে এগিয়ে চলেছে । সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রেও মেয়েরা আজ আর পিছিয়ে নেই । লোকসংগীতশিল্পী ও গবেষক মাননীয় শ্রীতপন রায় মহাশয়ের ভাবনাপ্রসূত মেয়েদের একটি লোকগানের দল তৈরি হয়েছে । সামনা সামনি তাদের অনুষ্ঠান দেখার সুযোগ হয় নি, কিন্তু টেলিভিশনের পর্দায় এই দলটির অনুষ্ঠান আমি দেখেছি । তাতে এদের সুদক্ষ উপস্থাপনা আমাকে মুগ্ধ করেছে যে, দলটি নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসার দাবি রাখে । আমার রচিত ও সুরারোপিত একটি কালজয়ী গান(ও বৈদেইশ্যা বন্ধু রে একবার উত্তরবাংলায় আসিয়া যান….) স্বানন্দে আমি তাদের রেকর্ড করার অনুমতি দিয়েছি এবং সেই সঙ্গে এই “মাদল” মেয়েদের লোকগানের দলটির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি ।
We even could not think how low the position of women was in the male dominated society. But, luckily feminist movement has started long ago. Now, women are equal to men in every sphere. They are no more lagging behind in sphere of literature or culture.
Folk artist and researcher, tapan roy has created a women only folk song group. I could not listen to them on stage but have seen their performance on television.Their expert performance deserve huge compliment. I have gifted them one of myself composed song( O boideshiya bondhu re.. ) to record. I wish them all the best.