মাদোল সম্পর্কে প্রথমেই বলতে ‘মা’দের দল এবং মাদোলের একটা ছন্দ আছে, সুর আছে । ০৩/১১/১৫ তারিখে এরা সবাই আমাকে সম্মানিত করেছে কলকাতা শহরে ; সেদিন তাদের গানও শুনলাম, তাদের গাওয়া গান অসম্ভব ভালো । আমি তাদের নিশ্চয়ই মনে রাখবো এবং তারা যদি আমাকে স্মরণে রাখে তা’হলে আমি চিরকৃতজ্ঞ থাকবো । আর ডঃ তপন রায়(দাদা)-এর কথা অবশ্যই মনে রাখার বিষয়, তিনি মেধাবি এবং সংগীতের(লোকগান) অভিভাবক । কৃতজ্ঞতায়——-
Madol is a “dol” of “Ma” and Madol has their own rhythm and spirit. They have greeted me in Kolkata on 03/11/15. I heard their songs too on the very day. I will always remember them and should be obliged if they remember me too. Dr tapan Roy is talented and a guardian of the folk song. I will always remember him.