“মাদল” যে কাজটা করে চলেছে তা সহজ নয় । তার উপর মেয়েরাই দল বেঁধে সেই কাজটি করছে তপন রায়ের পরিচালনায় । লোকসংগীত আমাদের হৃদয়ের শেকড় ধরে টানে । সেই টান আজকের যান্ত্রিক দুনিয়াতে বাঁচার রসদ । দল বেঁধে মানুষ মাদলের গান শুনবেই । আমরা সবাই মাদলের সংগে আছি । আর তপন রায় যেখানে মাটির টান সেখানে ।
Madol is trying to traverse a less-travelled path in Bengali Folk Song scenario. These Women are trying to achieve that under the auspices of Tapan Roy. Folksong strums the strings of our heart. These earthly tunes are the sustenance for people stuck in this mechanized world. People will listen to Madol’s songs. We all are with Madol as Mr tapan Roy ensures the earthly flavors of Bengal in their Music.